আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেলেন সাকিব, মুশফিক ও মোস্তাফিজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৬২৮ বার পড়া হয়েছে
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান। আইসিসির সবশেষ প্রকাশিত সেরা ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন এই তিন ক্রিকেটার।
বর্ষসেরা ওয়ানডে দলের এই একাদশে বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি খেলোয়াড় জায়গা পেয়েছেন। ব্যাট হাতে ২৭৭ রান আর বোলিংয়ে ১৭ উইকেট নেয়ার কৃতিত্ব পেলেন সাকিব। বছরে ৪০৭ রান করে আইসিসির দৃষ্টি কেড়েছেন মুশফিক। আর ১৮ উইকেট নিয়ে চমক দিয়েছেন মোস্তাফিজ। এছাড়াও পাকিস্তান থেকে সুযোগ পেয়েছেন দুই ক্রিকেটার। অধিনায়কও করা হয়েছে দেশটির নেতৃত্ব দেওয়া বাবর আজমকে। তার সঙ্গে সুযোগ পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ফখর জামান। শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড দল থেকেও রাখা হয়েছে দু’জন করে ক্রিকেটারকে।