আইসিসির টেস্ট মর্যাদা পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / ১৬১৪ বার পড়া হয়েছে
ওয়ানডে এবং টি-টুয়েন্টির পর ক্রিকেটের মর্যাদাপূর্ণ ফরম্যাট আইসিসির টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এছাড়া আফগানিস্তান ও জিম্বাবুয়ে নারী দলকেও টেস্ট মর্যাদার দেয়ার সিদ্ধান্ত আইসিসি’র।এখন পর্যন্ত ১০ নারী দল আইসিসির টেস্ট স্বীকৃতি পেয়েছে। এবার পূর্ণাঙ্গ দল হিসেবে বাংলাদেশ নারী দলকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩৮টি ম্যাচ খেলেছে উইমেনস এশিয়া কাপের চ্যাম্পিয়নরা। জিতেছে ৯টিতে, হারের মুখ দেখেছে ২৭ ম্যাচে। টি-টুয়েন্টিতে ৭৫ ম্যাচে ২৭টিতে জয় বাংলাদেশের, হার ৪৮টিতে। এবার সাদা পোশাকে নামার অপেক্ষায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।