আইসিসির টুর্নামেন্টের জন্য নিলামে অংশগ্রহণ করবে পাকিস্তান

- আপডেট সময় : ০৮:১৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আগামী ২০২৩-২০৩১ সালের মধ্যে, আইসিসির ৫/৬টি টুর্নামেন্টের জন্য নিলামে অংশগ্রহণ করবে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথভাবে কমপক্ষে হাফ ডজন টুর্নামেন্টের আয়োজকও হতে চায় তারা।
পাক ক্রিকেট বোর্ড-পিসিবির চেয়ারম্যান এহসান মানি বলছেন, ৫ থেকে ৬টি টুর্নামেন্ট আয়োজন করার টার্গেট নিয়েই তারা অগ্রসর হচ্ছেন। এর মধ্যে অন্তত ২টি টুর্নামেন্ট আয়োজনের স্বত্ত্ব নিশ্চয়ই পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এজন্য তারা আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চালাচ্ছন। তিনি বলেন, ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত ১৬ বা ৪০ ম্যাচের কিছু টুর্নামেন্ট রেখেছে আইসিসি। তবে কোন টুর্নামেন্ট পাবন তা নিশ্চিত করেননি এহসান মানি।তিনি জানান, কিছু ম্যাচ আমিরাতে হবে আর কিছু পাকিস্তানে। আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু নিরাপত্তা অযুহাত ও রাজনৈতিক সম্পর্কের অবনতির জন্য পাকিস্তানে গিয়ে টুর্নামেন্ট খেলবে না ভারত। এরপরই এশিয়া কাপ আয়োজন থেকে সরে আসে পিসিবি।