আইপিএলের চলতি মৌসুমে হারের বৃত্তে বন্দি চেন্নাই সুপার কিংস
- আপডেট সময় : ০১:৩৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
আইপিএলের চলতি মৌসুমে হারের বৃত্তে বন্দি চেন্নাই সুপার কিংস। এবার রাজস্থান রয়্যালসের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে ধোনির দল। চলতি আসরে চেন্নাইয়ের এটি সপ্তম হার। বিপরীতে চতুর্থ জয়ের দেখা পেলো রাজস্থান রয়্যালস।
আবুধাবীতে টস জিতে ব্যাট করতে নামে চেন্নাই। দুই ওপেনারের ব্যাটে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ১৩ রানে ফাফ ডু-প্লেসি’র উইকেট হারায় তারা। এরপর দ্রুত সাম কুরান, শেন ওয়াটসন ও আম্বাতি রাইডু বিদায় নিলে ব্যাটিং বিপর্যয়ে পরে চেন্নাই সুপার কিংস। পঞ্চম উইকেটে মহেন্দ্র সিং ধোনি ও রবিন্দ্র জাদেজা ব্যাটে ঘুরে দাড়ানোর চেস্টা করে চেন্নাই। তাদের ৫১ রানের প্রতিরোধ ভাঙ্গে ধোনির ২৮ রানের। শেষ পর্যন্ত জাদেজার অপরাজিত ৩৫ রানের কল্যাণে ৫ উইকেটে ১২৫ রানের পূঁজি পায় চেন্নাই। জবাবে দলীয় ২৮ রানে ৩ উইকেট হারালেও, জশ বাটলার ও স্টিভেন স্মিথের ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়ে রাজস্থান। বাটলার ৭০ আর স্মিথ অপরাজিত ছিলেন ২৬ রানে।




















