আইপিএলে আজ একমাত্র ম্যাচ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলে আজ একমাত্র ম্যাচ। নিরপেক্ষ ভেন্যু মুম্বাই স্টেডিয়ামে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও গেলোবারের রানার্স-আপ দিল্লি ক্যাপিটালস। রাত ৮টায় শুরু হবে ম্যাচ।
শেষ আসরে ব্যাট-বলে দাপট দেখিয়েছে দিল্লি। সেই মিশনে এবারও মাঠে নামছে দলটি। ১৪তম আসরে অধিনায়কে পরিবর্তন এনেছে ক্যাপিটালস। রাহানের পরিবর্তে অধিনায়কত্ব করবেন রিশাব পান্থ। অন্যদিকে, টুর্নামেন্টের দ্বিতীয় সফল দল চেন্নাই। গেলো আসরে সুবিধা করতে না পারলেও, এবার ঘুরে দাঁড়াতে মরিয়া। অভিজ্ঞ সুরেশ রায়নার প্রত্যাবর্তনে উজ্জীবিত দলটি। ডু-প্লেসি, মঈন আলী ও জাদেজাদের নিয়ে আরও একবার বাজিমাত করতে চায় মহেন্দ্র সিং ধোনি। দু’দলের শেষ পাঁচবারের দেখায় দিল্লির দুই জয়ের বিপরীতে তিন ম্যাচ জিতে পরিসংখ্যানে এগিয়ে চেন্নাই সুপার কিংস।