আইনজীবী এসএম আব্রাহাম লিংকন একুশে পদক প্রাপ্তিতে কুড়িগ্রামে নাগরিক সংবর্ধনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১৭৪৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের বিশিষ্ট আইনজীবী এসএম আব্রাহাম লিংকনকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। সমাজসেবায় বিশেষ অবদান রাখায় এ বছর একুশে পদক পেয়েছেন তিনি।
দুপুরে কুড়িগ্রামের শেখ রাসেল অডিটরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করে নাগরিক সংবর্ধনা কমিটি। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু। এসময় বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. তুহিন ওয়াদুদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পুলিশ সুপার সৈয়দা জান্নাতারা, এনজিও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মানিক চৌধুরীসহ বিশিষ্ট জনরা। পরে কুড়িগ্রাম প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ জেলার প্রায় ২ শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।




















