আইন-শৃংখলা বাহিনীর নজরদারীর মধ্য দিয়ে চলছে ৭ দিনের কঠোর বিধিনিষেধ

- আপডেট সময় : ০৫:২৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
আইন-শৃংখলা বাহিনীর কঠোর নজরদারীর মধ্য দিয়ে দেশব্যাপী চলছে ৭ দিনের কঠোর বিধিনিষেধ। প্রথমদিনেই অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় সারাদেশে ৩ শতাধিক ব্যক্তিকে গ্রেফতার ও জরিমানা করা হয়েছে। বিধিনিষেধ নিশ্চিতে মাঠে রয়েছে পুলিশ, রেব, বিজিবি এবং সেনাবাহিনী।
চট্টগ্রামে করোনার সংক্রমণ রোধে ৭ দিনের কঠোর বিধিনিষেধ জারির প্রথম দিনে তৎপর ছিলো প্রশাসন। সকাল থেকেই প্রশাসনের ১২টি ভ্রাম্যমান আদালতের পাশাপাশি, রেব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সমন্ময়ে ৩৯টি টিম আলাদা আলাদাভাবে নগর ও জেলার গুরুত্বপুর্ণ কেন্দ্র গুলোতে অবস্থান নেয়। এসময় অপ্রয়োজনীয়ভাবে ঘর থেকে বের হওয়ায় ২১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রাজশাহী সিটি কর্পোরেশন বন্ধ রয়েছে দোকানপাটসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন। আইন শৃংখলা বাহিনী নগরীতে টহল দিচ্ছে।
কঠোর বিধিনিষেধের প্রথম দিন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় ফাঁকা ছিল সিলেট নগরী। বিভিন্ন স্থান বসানো হয় পুলিশের চেকপোস্ট। বিজিবি ও সেনাবাহিনীর তৎপরতাও ছিলো চোখে পড়ার মতো। নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না।
বিধিনিষেধের প্রথমদিন বগুড়া শহরের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে তিন প্লাটুন বিজিবি, সেভেন গ্রুপ সেনাবাহিনী ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ। এছাড়াও জেলা প্রশাসনের ৬টি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন এলাকায় কাজ করছে।
হবিগঞ্জে প্রথম দিনে রাস্তা-ঘাটে লোক সমাগম ও যানবাহন দেখা যায়নি। তবে শহরের ছোট রাস্তায় চলছে রিকশা। বিভিন্ন স্থানে বসানো হয়েছে পুলিশের চেক পোস্ট। একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে শহরে টহল দিচ্ছে সেনাবাহিনী।
বিধিনিষেধ কাযর্কর করতে গোলগঞ্জে মাঠে নেমেছে সেনা বাহিনীর ২ প্লাটুন সদস্য। ৬০ জন সেনা সদস্য ৫ দলে ভাগ হয়ে জেলা সদরসহ ৫ উপজেলায় নিয়োজিত রয়েছে।
ঝিনাইদহে সকাল থেকে জেলা শহরসহ ৬ উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। শহরের গুরুত্বপুর্ণ বিভিন্ন স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোষ্ট। জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এছাড়াও জামালপুর, শরীয়তপুর, ফরিদপুর, ফেনী. পটুয়াখালী, সাভার, সিরাজগঞ্জ, পঞ্চগড়, দিনাজপুর, যশোর, মেহেরপুর, নড়াইল, নাটোরে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বলবৎ রাখতে কাজ করছে প্রশাসন।