আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত বারোটার পর চিৎমরমের আগাপাড়া এলাকায় নিজ বাসাতেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। নির্বাচনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত নেথোয়াই মারমা ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতিও ছিলেন। তিনি আগামী ১১ নভেম্বর হতে যাওয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন।























