আ. জ. ম নাছিরউদ্দিনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
শেষ পর্যন্ত মেয়র আ. জ. ম নাছিরউদ্দিনকেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ।
দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিতিতে স্থানীয় সংসদ সদস্য ও সিনিয়র নেতাদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব দেয়া মেয়র নাছিরকে। এর আগে, ড. অনুপম সেনকে চেয়ারম্যান আর অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলকে সদস্য সচিব করে নির্বাচন পরিচালনা কমিটি করে আওয়ামী লীগ। কয়েক দিনের মাথায় ড. অনুপম শীলের জায়গায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও ইব্রাহিম হোসেন চৌধুরীর পরিবর্তে আ. জ. ম নাছিরকে স্থলাভিষিক্ত করা হয়েছিল।