অ্যালেক্সাই নাভালনির মুক্তি দাবি করেছে যুক্তরাষ্ট্র

- আপডেট সময় : ০৬:৫৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
- / ১৫৮২ বার পড়া হয়েছে
রাশিয়ার হাতে আটক বিরোধী রাজনৈতিক নেতা অ্যালেক্সাই নাভালনিকে মুক্তির দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সরকার। তবে এসবের পাত্তা দিচ্ছে না রাশিয়া। দেশটি বলছে, পশ্চিমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যার বিষয়টি অন্যদিকে ঘোরাতে এসব অভিযোগ করছে তারা।
পাঁচ মাস পর রোববার জার্মানি থেকে মস্কোর বিমানবন্দরে পৌঁছানোর পরপরই ৪৪ বছরের এ রাজনীতিককে আটক করে কর্তৃপক্ষ। এর আগে তাকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টা করা হয়। এ ঘটনায় নাভালনি রাশিয়ান কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ আনেন। এরপরই যে কোনো মূল্যে তাকে আটক করতে মরিয়া হয়ে ওঠে মস্কো। এদিকে টুইটারে দেওয়া পোস্টে এ ঘটনার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেন, অ্যালেক্সাই নাভালনিকে গ্রেফতারের ব্যাপারে রাশিয়ার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র গভীরভাবে বিচলিত । রুশ কর্তৃপক্ষ সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে অবিলম্বে নাভালনির নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছেন পম্পেও। একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্স, ইতালি ও যুক্তরাজ্যের মতো ইউরোপের প্রভাবশালী দেশগুলো ।