অস্বাভাবিক পরিস্থিতি তৈরিতে নতুন ষড়যন্ত্রের অভিযোগ জাতীয় পার্টির

- আপডেট সময় : ০৬:৫৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
হীন রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে অস্বাভাবিক পরিস্থিতি তৈরির নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রাষ্ট্রধর্ম বাতিল করতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর বক্তব্য উস্কানীমূলক উল্লেখ করে ওই ষড়যন্ত্রের সাথে এর যোগসূত্র খতিয়ে দেখতেও আহবান জানান জিএম কাদের।
রোববার জাতীয় পার্টির খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা ও নবনিযুক্ত মহাসচিবকে শুভেচ্ছা জানানোর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্টি চেয়ারম্যান জিএম কাদের।
আলোচনায় অংশ নিয়ে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সাবেক রাষ্ট্রপতি এরশাদের অবদানের কথা তুলে ধরে, তাঁকে নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।
পরে প্রধান অতিথির বক্তব্যে দেশে এখন অস্বাভাবিক পরিস্থিত বিরাজ করছে উল্লেখ করে কুমিল্লার ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন পার্টি চেয়ারম্যান।
এ সময় রাষ্ট্রধর্ম বাতিল করতে তথ্য প্রতিমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনাও করেন জিএম কাদের।
জিএম কাদের আরো অভিযোগ করেন, প্রতিমন্ত্রী শুধু সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকেই নয়, দেশের সেনাবাহিনীকেও অবমাননা করেছেন।