অস্ত্র মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেকের ৩০ বছরের কারাদণ্ড
- আপডেট সময় : ০২:০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
অস্ত্র মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেককে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অস্ত্র আইনের দু’টি ধারায় ১৫ বছর করে মোট ৩০ বছরের কারাদণ্ডাদেশ দেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম।
তবে আইনের দুইটি ধারার সাজা একইসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় ১৩ সেপ্টেম্বর। চলতি বছরের ১১ জানুয়ারি মালেকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা রেব-১ এর উপ-পরিদর্শক মেহেদী হাসান চৌধুরী। এরপর ১১ মার্চ তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আদালতের আদেশের পর শুরু হয় বিচার কার্যক্রম। অবৈধ অস্ত্র, জাল নোট ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গেল বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর তুরাগ এলাকা থেকে আবদুল মালেককে গ্রেফতার করে রেব। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়, একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ বাংলাদেশি জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন।




















