অস্ত্র প্রতিযোগিতা, যুদ্ধ ও নিষেধাজ্ঞা জাতির মঙ্গল আনতে পারে না : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০১:২৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
যুদ্ধ বা একতরফা জবরদস্তিমূলক অর্থনৈতিক নিষেধাজ্ঞা-পাল্টা-নিষেধাজ্ঞার মতো বৈরীপন্থা কখনও কোন জাতির মঙ্গল বয়ে আনতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭৭ তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।পারস্পরিক আলাপ-আলোচনায় সঙ্কট ও বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান পধানমন্ত্রী।
স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই ‘গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ’ গঠন করায় জাতিসংঘের মহাসচিবকে ধন্যবাদ জানান তিনি।
শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তন, সহিংসতা-সংঘাত ও কোভিড-নাইন্টিনে গত আড়াই বছরে মারাত্মক প্রভাব ফেলেছে বিশ্বে। সর্বস্তরের জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনে জাতিসংঘকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সবার প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।
জলবায়ু নিয়ে প্রতিশ্রুতি ভাঙার দুষ্টচক্র থেকে বের হয়ে আসতে হবে বলে মনে করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র সংঘাত বাস্তচ্যূত রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে আরও দুরূহ করে তুলেছে। এ বিষয়ে জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।
ইউক্রেন-রাশিয়ার সংঘাতের অবসান চান শেখ হাসিনা। অস্ত্র প্রতিযোগিতা, যুদ্ধ ও নিষেধাজ্ঞা বন্ধের আহবান জানান তিনি।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট ট্র্যাজেডির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ওই রাতে হত্যার শিকার তার পরিবারের সদস্যসহ ১৮ জনের আত্মার শান্তি কামনা করেন তিনি।
আগামী প্রজন্মের জন্য শান্তিময় বিশ্ব, উন্নত-সমৃদ্ধ জীবন নিশ্চিতের আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।