অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারলো ভারত
- আপডেট সময় : ০৭:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
অ্যাডিলেডে লজ্জার রেকর্ড গড়ে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারলো ভারত। হ্যাজেলউড-কামিন্সের গতির ঝড়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয় বিরাট কোহলির দল। জয়ের জন্য ৯০ রানের মামুলি টার্গেট সহজেই উতরে যায় অস্ট্রেলিয়া।
১ উইকেটে ৯ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ৬ রান যোগ করতে শুরু হয় ভারতের ব্যাটিং ধস। অজিদের পেস তোপে প্রথম সেশনের আগেই শেষ, সফরকারিদের দ্বিতীয় ইনিংস। দলীয় ৩৬ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ শামি আহত হয়ে মাঠ ছাড়লে ইতি ঘটে ভারত ইনিংসের। কোনো ব্যাটসম্যানই দু অঙ্কের দেখা পাননি। ১৯২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে এমন লজ্জায় পড়েছিল দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৯ রান আসে মায়াঙ্ক আগারওয়ালের ব্যাট থেকে। হ্যাজেলউড ৫ আর কামিন্স নেন ৪ উইকেট। এর আগে, ভারতের সর্বনিম্ন ৪২ রানের ইনিংসটি ছিলো ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে। ভারতের প্রথম ইনিংসে করা ২৪৪ রানের জবাবে ১৯১ করে অস্ট্রেলিয়া।





















