অস্ট্রেলিয়ান কিংবদন্তী ক্রিকেটার ও ভাষ্যকার ডিন জোন্স মারা গেছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তী ক্রিকেটার ও ভাষ্যকার ডিন জোন্স হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
আইপিএলের সম্প্রচারের সঙ্গে জড়িত থাকায় ভারতের মুম্বাইয়ে অবস্থান করছিলেন জোন্স। বৃহস্পতিবার সকালে নাস্তা শেষে সম্প্রচার কর্মীদের সঙ্গে আলাপকালে হঠাৎ ঢলে পড়েন অস্ট্রেলিয়ান কিংবদন্তী। তাৎক্ষণিকভাবে তাকে শহরের হারকিসান্দাস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ভারতীয় গণমাধ্যমে তিনি ছিলেন বেশ পরিচিত ব্যক্তিত্ব। এছাড়া বিভিন্ন ক্রিকেট লিগে তার বিশ্লেষণ সব সময়ই গুরুত্ব পেতো। মেলবোর্নে জন্ম নেয়া জোন্স ৫২ টেস্টে রান করেছেন ৩ হাজার ৬৩১। সর্বোচ্চ ২১৬ রানের ইনিংস খেলেছেন ডিন জোন্স। ১১টি সেঞ্চুরি ছিলো তার দখলে।