অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে বক্সিং ডে টেস্ট জিতেছে ভারত
- আপডেট সময় : ০৮:০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে বক্সিং ডে টেস্ট জিতেছে ভারত। মেলবোর্নে অজিদের ৮ উইকেটে হারিয়ে চার ম্যাচ সিরিজে ১-১ সমতা আনলো রাহানের দল। অস্ট্রেলিয়ার দেয়া মাত্র ৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জয় পায় ভারত।
লক্ষ্য তাড়ায় দলীয় ১৯ রানে মায়াঙ্ক আগারওয়াল ও চেতশ্বর পূজারা ফিরলেও, দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন সুবমান গিল ও রাহানে। গিল ৩৫ ও রাহানে অপরাজিত ছিলেন ২৭ রানে। এর আগে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২০০ রানে অলআউট করেছে ভারত। ৬ উইকেটে ১৩৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে স্বাগতিকরা। ৬৭ রান যোগ করতে হারায় বাকি চার উইকেট। ২২ করে ফেরেন প্যাট কামিন্স। ৫ রানের জন্য অর্ধশতক হয়নি ক্যামেরন গ্রিনের। এছাড়া নাথান লায়ন ৩ আর জশ হ্যাজলউড আউট হয়েছেন ১০ করে। ১৪ রানে অপরাজিত ছিলেন মিচেল স্টার্ক।সিরাজ ৩ এবং রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরা ও রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন দুটি করে উইকেট। প্রথম ইনিংসে ১৯৫ রানে অলআউট হয়েছিল অজিরা। আর ভারত করেছে ৩২৬ রান।






















