অষ্টম ধাপে ৫ জেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে
- আপডেট সময় : ০১:৪৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
অষ্টম ধাপে ৫ জেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। অন্যদিকে, এই নির্বাচন দিয়েই শেষ হচ্ছে কেএম নূরুল হুদার কমিশনের মেয়াদ।
সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। কয়েকটি দুর্গম চরাঞ্চলে ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ভোট নেয়া হবে বিকেল ৪টা পর্যন্ত।
অষ্টম ধাপে ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। সকাল থেকে বৃষ্টি আর কনকনে শীত উপেক্ষা করে ভোটাররা ভোটকেন্দ্রে গেছেন।
ভোট হচ্ছে, ঢাকার কেরানীগঞ্জের তারাগঞ্জ, গাজীপুরের কালিয়াকৈরের শ্রীফলতরী, নোয়াখালী হাতিয়ার সুখচর ও নলচিরা, সুবর্ণচরের চর জব্বর ও চর জুবলিতে।
চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতার অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে রেব। এ সময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি ও ১৩ রাউন্ড খালি খোসা জব্দ করা হয়।










