অষ্টম দফা অবরোধে রাজধানীতে গণপরিবহন চলাচল স্বাভাবিক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / ১৬৮২ বার পড়া হয়েছে
অষ্টম দফা ২৪ ঘন্টা অবরোধে রাজধানীতে গণপরিবহন চলাচল স্বাভাবিক। সেই সাথে সীমিত পরিসরে ঢাকা ছেড়ে গেছে দূরপাল্লার বাস। অবরোধের সমর্থনে রাজধানীতে মিছিল করেছে বিএনপি, সমমনা দল ও জোট এবং জামায়াতে ইসলামী। নাশকতা এড়াতে নগরীতে শতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী।
বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের একদফা দাবিতে অষ্টম দফা ডাকা অবরোধ রাজধানীতে গণপরিবহন চলাচল স্বাভাবিক। যাত্রী সংকট নিয়েই সীমিত সংখ্যক দূরপাল্লার যানবাহন চলাচল করছে। নগরীর বিভিন্ন এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিজয়নগর, পল্টন, প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল করেছে যুগপৎ আন্দোলনে থাকা-এলডিপি, গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদসহ সমমনা দল ও জোট নেতারা। রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে জামায়াতে ইসলামী। তবে নগরীতে আজও বড় কোন দুর্ঘটনার খবর মেলেনি।