অল্প কিছু দিনের মধ্যে ১২ থেকে ১৭ বছরের কিশোরদের টিকা দেয়া শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৬২২ বার পড়া হয়েছে
আগামী ডিসেম্বর থেকে জানুয়ারীর মধ্যে দেশের প্রায় ৫০ ভাগ মানুষের টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে সদর ও সাটুরিয়ার উপজেলার দুর্গাপূজা মন্ডপের প্রতিনিধিদের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আর অল্প কিছু দিনের মধ্যে ১২ থেকে ১৭ বছরের কিশোরদের টিকা দেয়া শুরু হবে। ডাব্লিউএইচও থেকে আমাদের বিনামূল্যে দ্বিগুণ টিকা দিতে চাচ্ছে বলেও জানান মন্ত্রী।











