অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চটি ফায়ার সার্ভিসের ডুবুরিরা কিছুক্ষণ আগে তীরে তুলেছে
- আপডেট সময় : ১২:১৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চটি ফায়ার সার্ভিসের ডুবুরিরা কিছুক্ষণ আগে তীরে তুলেছে। দ্বিতীয় দিনের উদ্ধার এই অভিযানে সহায়তা করছে নৌবাহিনী ও কোস্ট গার্ড সদস্যরাও।
সোমবার রাতভর তল্লাশির পর এক ঘণ্টা বিরতি দিয়ে আজ সকাল সাড়ে ৯টায় আবার তল্লাশি শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। পাশাপাশি নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌপুলিশ এবং বিআইডব্লিউটিএ’র কর্মীরাও অভিযানে সহায়তা করছেন। তবে এখনো কতজন নিখোঁজ রয়েছেন, তা স্পষ্ট নয়। বিআইডব্লিটিএ’র উদ্ধারকারী দলের নেতৃত্বে ডুবে যাওয়া লঞ্চটিকে টেনে তীরের কাছাকাছি নিয়ে আসা হয়েছে। দূরন্ত নামের একটি ছোট উদ্ধারকারী জাহাজ ব্যবহার হচ্ছে এ কাজে সহায়তার জন্য। উদ্ধারকারী দল জানিয়েছে, নদীর ৬০-৭০ ফুট গভীরে উল্টে থাকা লঞ্চটিকে টেনে তুলতে ১০টি এয়ার লিফটিং ব্যাগ ব্যবহার করা হয়েছে। একেকটি ব্যাগ ৮ টন ওজন তুলতে পারে। এদিকে বুড়িগঙ্গার তীরে ভিড় করেছেন স্বজনহারা মানুষেরা। অনেকে নৌকা ভাড়া করে নদীর মাঝখানেও জড়ো হচ্ছেন তল্লাশি স্থানে লঞ্চটির কাছে। এদিকে দুর্ঘটনায় ‘অবহেলাজনিত মৃত্যু’ ঘটানোর অভিযোগে ময়ূর-২ লঞ্চের মালিক, মাস্টারসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে নৌ পুলিশ। নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএ-এর পক্ষ থেকে আলাদা দুটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
















