অর্থনৈতিক উন্নয়নের জন্য সবুজ কারখানার কোন বিকল্প নেই

- আপডেট সময় : ০৯:১৬:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
সবুজায়ন শিল্পে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের শিল্প কারখানায় আসছে আমূল পরিবর্তন। ইতিমধ্যো দেশের ১৫৭টি কারখানা গ্রিন ফ্যাক্টরি হয়েছে। তার মধ্যে ৪৭টি প্লাটিনাম ও ৯৪টি গোল্ড সার্টিফিকেট পেয়েছে। প্রতি মাসে গ্রিন হিসেবে সার্টিফিকেট পাচ্ছে বলে জানান বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান। এছাড়া, সিপিডির নির্বাহী পরিচালক জানান, অর্থনৈতিক উন্নয়নের জন্য সবুজ কারখানার কোন বিকল্প নেই।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পরিবেশবান্ধব টেকসই অর্থনৈতিক উন্নয়নে বস্ত্র ও তৈরি পোশাক ফ্যাক্টরিকে সুবজ কারখানায় পরিণত করতে নেয়া হয়েছে উদ্যোগ। ইতিমধ্যে সবুজ কারখানার স্বীকৃতি পেতে যাচ্ছে দেশের ৫’শর মত শিল্প প্রতিষ্ঠান।
এই নিয়ে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে বস্ত্র ও তৈরি পোশাক খাতে সবুজ পরিবর্তন শীর্ষক আলোচনা সভা করে সিপিডি।
এতে বক্তারা বলেন, দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত সবুজায়ন হলে আয় আরও বাড়বে। সুফল পাবে দেশের গোটা অর্থনীতি।
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানান, সবুজায়নের পাশাপাশি শ্রমিকের জীবনমানের বিষয়টিও বিবেচনায় নিতে হবে।
বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান জানান, অনেক আগে থেকেই সবুজ শিল্পায়ন নিয়ে কাজ করছে তাদের সংগঠন।
পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী জানান, দেশের উন্নয়নে শুধু বস্ত্রখাত নয় প্রতিটি সেক্টরকে সবুজায়নের আওতায় আনতে হবে।
সভায় বিনিয়োগকারীরা বলেন, দীর্ঘদিন ধরে পোশাকের দাম না বাড়ায় উদ্যোক্তারা আশানুরুপ সফলতা পাচ্ছে না। পরিবেশবান্ধব কারখানা নির্মাণে অনেক বড় বিনিয়োগ দরকার। এ কারণে গ্রিন ফ্যাক্টরি নির্মাণে আগ্রহে ভাটা পড়ছে বলে মনে করেন অনেকে।