অমীমাংসিত তিস্তার পানি বণ্টনের সুপারিশ করেছে ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি
- আপডেট সময় : ০১:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ১৯৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করতে অমীমাংসিত তিস্তার পানি বণ্টন সমস্যা দ্রুত সমাধানে সুপারিশ করেছে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।
সরকারকে উদ্দেশ্য করে পররাষ্ট্রবিষয়ক এ স্থায়ী কমিটি জানিয়েছে, এ বিষয়ে ঐকমত্য পৌঁছালেই চুক্তিতে স্বাক্ষর করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। ঐকমত্যে পৌঁছানোর জন্য বাংলাদেশের সঙ্গে নিয়মিত অর্থবহ সংলাপ শুরু করার জন্য মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছে কমিটির সদস্যরা। এছাড়া ভারত ও বাংলাদেশের মধ্যে অমীমাংসিত বিরোধ নিষ্পত্তির বিষয়ে অগ্রগতি ও ফলাফল কমিটিকে জানাতে বলা হয়েছে। ভারতীয় এক গণমাধ্যমে এসব তথ্য তুলে ধরে প্রতিবেদনে আরো বলা হয়েছে, দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তার পানি বণ্টন সম্পর্কে কমিটি অবগত, এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ এ ইস্যুটি যত দ্রুত সম্ভব সমাধান করা দরকার। ২৫ জুলাই রাজ্যসভা ও লোকসভায় ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতি সংক্রান্ত প্রতিবেদনটি জমা দেয়।






















