অভিশপ্ত ভবদহে বিলের পানিতে তলিয়ে গেছে ২শ’ একর জমির বোরো ধান
- আপডেট সময় : ০৬:৪৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
কোমর সমান পানি সেচে বোরে ধান রোপণ করেও ঘরে ফসল তুলতে পারবে না ভবদহের বিল বোকড়ের কৃষক। বিলে মাছের ঘেরে বেড়ি ভেঙে তলিয়ে গেছে ধান রোপন করা জমি। বিঘা প্রতি ৫/৬ হাজার টাকা খরচ করেও স্বপ্ন ভেঙেছে পাঁচকাটিয়ার ৩ শতাধিক কৃষকের। ধান সংগ্রহের শেষ চেষ্টা ব্যর্থ হওয়ায় নিরাশায় দিন কাটছে তাদের।
যশোরের অভিশপ্ত ভবদহে ডুবে থাকা বিল বোকড়ের প্রায় ২শ’ একর জমির কোমর সমান পানি সেচে বোরো ধান চাষের উদ্যোগে নেন পাচকাটিয়া, ভুলবাড়িয়া ও নেবুগাতি গ্রামের তিন শতাধিক কৃষক। প্রায় ১ মাসের কঠিন পরিশ্রমে পানি অপসারণের পর বেশিরভাগ জমিতে বোরো ধান রোপন করা হয়। গেল সপ্তাহে গভীর রাতে হঠাৎ বিলের বড় একটি মাছের ঘেরের বেড়ি ভেঙে রাতারাতি তলিয়ে যায় সমস্ত জমি। নতুন করে সেচ দেয়ারও আর কোন সুযোগ না থাকায় চরম ক্ষতির শিকার কৃষক।
ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, সেচ দিতে বিঘা প্রতি ৩ হাজার টাকা খরচ হয়েছে। সাথে চাষ ও অন্যান্য খরচ মিলে ৫ থেকে ৬ হাজার টাকা খরচ হলেও ফসল তলিয়ে যাওয়ায় হা-হুতাশ করা ছাড়া কিছুই করার নেই। বেঁচে থাকতে সরকারের সাহায্য চান তারা।
স্থানীয় কৃষি বিভাগ বলছে, বিষয়টি তারা সংশ্লিষ্টমহলকে জানিয়েছেন। ক্ষতিগ্রস্থরা যাতে সহযোগিতা পান সে চেষ্টা করছেন তারা।
স্থায়ী জলাবদ্ধতার কারণে ভবদহের প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে বোরো চাষের কোনো সম্ভাবনা নেই। তাই ফসলহীন হয়ে স্থানীয়দের সারাবছর কাটাতে হবে কষ্টেই।










