অভিযুক্ত ৫০ ই-কমার্স প্রতিষ্ঠানের ১৭টির তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা
- আপডেট সময় : ০৮:০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
অর্থ আত্মসাৎ ও প্রতারণার দায়ে অভিযুক্ত ৫০ ই-কমার্স প্রতিষ্ঠানের ১৭টির তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট.. বিএফআইইউ। এক বছরের কম সময়ে ভূইফোড় প্রতিষ্ঠানগুলোতে লেনদেন হয়েছে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা। ৩টি’র বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ তদন্তে সিআইডিকে নির্দেশও দিয়েছে আদালত। ২২ মে আদেশের দিন ঠিক করেছে হাইকোর্ট।
নাম ‘আস্থার প্রতীক’ হলেও গ্রাহকের বিশ্বাসের কোন দামই দেয়নি সদ্য গজিয়ে ওঠা অনলাইন প্লাটফর্মটি।
আর, থলে ডট কমের থলে থেকে বেরিয়েছে কালো বিড়াল। মোট ১২টি ব্যাংক হিসেবের তথ্য বলছে, পন্য দেয়ার নাম করে হাতিয়ে নেয়া হয়েছে কোটি কোটি টাকা।
নিরাপদ টেকনোলজির কাছেও ঝুঁকিমুক্ত ছিল না গ্রাহকের টাকা।
ইভ্যালীসহ আলোচিত এমন ১৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের প্রতিবেদন হাইকোর্টের জমা দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট… বিএফআইইউ। ৬৭২ পৃষ্ঠার ওই প্রতিবেদনে আছে দেশজুড়ে গজিয়ে উঠা অনলাইনের নামে প্রতারণার হাট-বাজারের চাঞ্চল্যকর সব তথ্য।
সুনির্দিষ্ট আইনি কাঠামোর শূন্যতা, অপরাধীদের সাজা দেয়ার পথে বড় বাধা বলেও মত দেন তারা।
একটি আইনি কাঠামোই, এ সম্পর্কিত রিটের মূল প্রাপ্তি বলে জানান, আইনজীবীরা।










