অভিনেতা আব্দুল কাদেরের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করলেন নাট্যকর্মীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের মঞ্চ নাটকের উন্মেষকালের অন্যতম সারথি আব্দুল কাদেরের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করলেন নাট্যকর্মীরা। তার সঙ্গে স্মৃতিময় সময়কেও স্মরণ করেছেন তারা। বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে আয়োজন করা হয় নাট্যাভিনেতা আব্দুল কাদের শ্রদ্ধানুষ্ঠান।
আব্দুল কাদেরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নাট্যজন রামেন্দু মজুমদারসহ নাট্যাঙ্গণের বিশিষ্টজনরা। প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিকভাবে শ্রদ্ধা নিবেদন করে শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার ফেডারেশন, পথনাটক পরিষদ, গণসংগীত সমন্বয় পরিষদ, সুবচন নাট্য সংসদ, সময় নাট্যদল, থিয়েটার ও ঢাকা থিয়েটার। এসময় তারা অভিনয় জগতের নানা দিক তুলে ধরেন।

















