অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় টেকনাফে ট্রলারডুবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূলে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ৩০ রোহিঙ্গাকে জীবিত ও ৩ জনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।
স্টেশন কমান্ডার দেলোয়ার হোসেন জানান, সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করলে তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। পরে কোস্টগার্ডের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়। ওই ট্রলারে ৮৫ জন যাত্রী ছিল। ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন। এখনও উদ্ধার কার্যক্রম চলছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এসব মানব পাচারের সঙ্গে কারা জড়িত তাদের বিষয়ে অভিযান শুরু করেছে পুলিশ।

















