অবৈধ খাল দখলদারদের এখন থেকে বিনা নোটিশে উচ্ছেদ করা হবে : আতিকুল ইসলাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১২:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
অবৈধ খাল দখলদারদের এখন থেকে বিনা নোটিশে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
দুপুরে ঢাকার তেজগাঁওয়ে একটি নতুন সড়কের উদ্বোধন করে তিনি এ কথা জানান। খাল দখল করে যারা বড় বড় ভবন বানিয়েছেন, তাদের আগে থেকেই সরে যাওয়ার আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম। রাজউকের নকশার বাইরে কোনো ধরনের দখল টিকিয়ে রাখা হবে না। খালের দুই পাড় থেকে যেভাবে অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে, একইভাবে রাজউকের নকশার বাইরে যারা ভবন তৈরি করেছেন, সেগুলোকেও উচ্ছেদ করা হবে। জনগণকে ভোগান্তিতে ফেললে তা কোনোভাবে বরদাস্ত করা হবে না বলেও হুশিয়ারি দেন তিনি। এছাড়া আগামী ১০ জানুয়ারি নগর-অ্যাপ চালুর ঘোষণা দেন উত্তরের মেয়র। এই অ্যাপের মাধ্যমে নগরবাসীর অভিযোগ শুনে তাৎক্ষণিক সমাধান দেয়া হবে বলে জানান তিনি।






















