অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে সরকারের জবাবদিহি থাকে : জিএম কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩
- / ১৭১৬ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে সরকারের জবাবদিহি থাকে। ফলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব পরিবর্তন করতে হবে।
সকালে রংপুর জেলা মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সুন্দর একটি প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন হওয়া প্রয়োজন। যাতে দেশের মানুষ সঠিকভাবে, তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারে।
দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করে জিএম কাদের বলেন, দেশের নির্বাচন ব্যবস্থাটা সঠিক হোক। পরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানসহ জাতীয় পার্টির জেলা-মহানগরের নেতাকর্মীরা।