অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার ৮ম দফায় সাক্ষ্যগ্রহণ চলছে
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:২১:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ১৬২১ বার পড়া হয়েছে
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার ৮ম দফায় সাক্ষ্যগ্রহণ চলছে। সোমবার সকালে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতে মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়।
মামলার ৬০ তম সাক্ষী এস আই কামাল হোসেনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা সহকারী পুলিশ সুপার জামিরুল হকসহ ৬ সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে আসামিপক্ষের আইনজীবির আবেদনের পরিপ্রেক্ষিতে সার্জেন্ট আইয়ুব আলীকে জেরার জন্য হাজির করা হয়। এর আগে, সকালে বরখাস্ত ওসি প্রদীপসহ মামলার ১৫ আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে নেয়া হয়। আলোচিত এ মামলায় এখনও পর্যন্ত ৬৯ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

 
																			 
																		















