অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজমকে রাষ্ট্রীয় মর্যাদায় শাহীন কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর জানায়, তিনি ছিলেন বাংলাদেশের একমাত্র সামরিক পাইলট, যিনি চারটি দেশের বিমান বাহিনীতে কৃতিত্বের সাথে কাজ করেছেন। বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা রোববার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। সোমবার বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাশারের প্যারেড গ্রাউন্ডে তাকে সম্মান জানাতে বিমান বাহিনী একটি ফ্লাই পাস্টের আয়োজন করে।



















