অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ কুমার রায়ের গলাকাটা মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ১৬৯২ বার পড়া হয়েছে
নড়াইলে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ কুমার রায়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামের নিজবাড়িতেই তাকে হত্যা করে দুর্বৃত্তরা। শয়নকক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল থেকে মোবাইল ফোনে কেউ সাড়া না পেয়ে সন্ধ্যায় বাড়িতে এসে ঘরে তালাবদ্ধ দেখতে পান। পরে মই বেয়ে ঘরে ঢুকে তার শয়নকক্ষে জবাই করা মরদেহ পাওয়া যায় । নড়াইল সদর থানার ওসি ইলিয়াছ হোসেন জানান, মৃহদেহের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উন্মোচন ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহত অরুন রায়ের স্ত্রী নিভা রানী পাঠক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপ-পরিচালক। এক ছেলে প্রকৌশলী এবং মেয়ে চিকিৎসক হওয়ায় সবাই বাড়ির বাইরে থাকেন।