অবশেষে জয়রথ থামলো গাজী গ্রুপ চট্টগ্রামের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
অবশেষে জয়রথ থামলো গাজী গ্রুপ চট্টগ্রামের। বঙ্গবন্ধু টি-টুয়েন্টিতে টানা চার জয়ের পর আসরে প্রথম হারের স্বাদ পেলো দলটি। ঢাকার কাছে ৭ রানে হেরেছে মিথুন-লিটনরা।
ঢাকার দেয়া ১৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে ১৩৮ রান তোলে চট্টগ্রাম। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৩ রানে ৩ উইকেটে হারিয়ে চাপে পড়ে ঢাকা। এদিনও ব্যর্থ সাব্বির রহমান– ফিরেছেন ৭ রানে। তবে, মুশফিকুর রহিমের অপরাজিত ৭৩ রানের ইনিংসে ৪ উইকেটে ১৪৫ রানের পূঁজি পায় বেক্সিমকো ঢাকা। জবাবে দলীয় ১ রানে সৌম্য সরকারের উইকেট হারায় চট্টগ্রাম। কোন রান না করেই ফেরেন এই ওপেনার। একপ্রান্ত আগলে রেখে চট্টগ্রামকে ম্যাচে রেখেছিলেন লিটন দাস। কিন্তু এই ওপেনার ৪৭ রান করে ফিরলে আর ঘুরে দাঁড়াতে পারেনি চট্টগ্রাম। তিন উইকেট নেন মুক্তার আলী।




















