অবশেষে করোনার মহামারির কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর স্থগিত

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
অবশেষে করোনার মহামারির কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর স্থগিত হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড- পিসিবি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে দুই বোর্ডের মাঝে আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। করাচিতে ২৯ মার্চ তৃতীয় দফা সফরে যাওয়ার কথা ছিলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। সফরে একটি ওয়ানডে ও আরো একটি টেস্ট খেলার কথা ছিলো টাইগারদের। কিন্তু, বিশ্বজুড়ে করোনাভাইরাসের আতঙ্কের কারণে সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি ও বিসিবি। তবে, কবে কখন পরবর্তীতে এই সিরিজ আয়োজন করা হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি দুই বোর্ড। এর আগে, পিসিবি থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাসে লাহোর ও রাওয়ালপিন্ডিতে দুই দফায় সফর করেছে বাংলাদেশ ক্রিকেট দল।