অবকাঠামো, জ্বালানি ও পরিবহনখাতে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর

- আপডেট সময় : ০১:৪০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
বাংলাদেশের জ্বালানী, অবকাঠামো এবং পরিবহন খাতে বিনিয়োগে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নয়া দিল্লির আইটিসি হোটেলে আয়োজিত বাংলাদেশ-ভারত ব্যবসায়ী ফোরামে বৈঠকে তিনি এই আহ্বান জানান। এসময় প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য সবচেয়ে উদার দেশ বাংলাদেশ এবং সেই সুযোগ ভারতীয় ব্যবসায়ীরা কাজে লাগাতে পারেন।
এর আগে গেল মঙ্গলবার কুশিয়ারা নদীর পানি প্রত্যাহার, বিজ্ঞান ও বিচার বিভাগীয় সহায়তা, রেলের আধুনিকায়ন, মহাকাশ প্রযুক্তি বিষয়ক সহায়তাসহ ৭টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে বাংলাদেশ ভারত।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে বাংলাদেশের খুলনার রামপালে নির্মিত মৈত্রী বিদ্যুৎ কেন্দ্রসহ ৫টি প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করেন। পাশাপাশি রাষ্ট্রপতি ভবনে ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বন্ধু প্রতিম দুটি দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। পরে ভারতের উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নয়া দিল্লির আইটিসি হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এসময় বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন তারা