অবকাঠামো নির্মাণে রাজউকের পাশাপাশি সিটি করপোরেশন থেকে অনুমোদনের সিদ্ধান্তে রিহ্যাবের উদ্বেগ
- আপডেট সময় : ০৮:৩৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
অবকাঠামো নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পাশাপাশি সিটি করপোরেশন থেকে অনুমোদন নিতে হবে- এমন সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ জানিয়েছে রিয়েল অ্যাস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রিহ্যাব। এমন সিদ্ধান্ত কার্যকর হলে এটি রিহ্যাব সদস্য ছাড়াও সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে বলে মনে করছে আবাসন খাতের এই সংগঠনটি।
দুপুর ১২টায় ‘অবকাঠামো নির্মাণে রাজউকের পাশাপাশি সিটি করপোরেশন থেকে অনুমোদন গ্রহণের বিধানের প্রতিবাদ’ শীর্ষক সংবাদ সম্মেলনে নিজেদের উদ্বেগ ও শঙ্কার কথা তুলে ধরেন সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামিন । এসময় সংগঠনের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ এবং ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা উপস্থিত ছিলেন। রিহ্যাব সভাপতি বলেন, নতুন করে অবকাঠামো নির্মাণে অনুমোদনের দায়িত্ব সিটি করপোরেশন পেলে তাতে দ্বৈত প্রশাসনের সৃষ্টি হবে। এই সিদ্ধান্ত সাংর্ঘষিক ও অবাঞ্চিত। ভোগান্তি কমাতে রিহ্যাব থেকে দীর্ঘদিন যাবৎ ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি জানানো হচ্ছে। কিন্তু সেখানে আরো নতুন তদারকি সংস্থা যুক্ত করা হচ্ছে। যা মরার উপর খাঁড়ার ঘা হিসেবে বিবেচিত হবে।










