অপরিকল্পিত লকডাউনে জনগণের ভোগান্তি চরমেঃ মির্জা ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
অপরিকল্পিত লকডাউন জনগণের ভোগান্তি চরমে পৌঁছে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানান তিনি।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরো বলেন, একদিকে গণ পরিবহণ বন্ধ অন্যদিকে হঠাৎ রপ্তানী মুখী শিল্প কারখানা খুলে দেয়ার সিদ্ধান্তে কারখানায় কাজে যোগ দেয়ার নির্দেশে শ্রমিকেরা আরও মারাত্মক ভোগান্তিতে আছেন। টিকার পর্যাপ্ত মজুদ ছাড়াই মাসে ১ কোটি টিকা দেয়ার ঘোষণা প্রতারণার সামিল বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। দেশব্যাপী করোনা রোগীদের জন্য ওষুধ বিতরণ ও জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন ডাকে দলটি। করোনার ব্যর্থতার দায় শিকার করে সরকারের পদত্যাগের দাবিও জানান তিনি।