অপরিকল্পিত নগরায়নে জলাবদ্ধতার কবলে পড়েছে নড়াইল পৌরবাসী

- আপডেট সময় : ০৪:৫০:৪১ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
অপরিকল্পিত নগরায়নে জলাবদ্ধতার কবলে পড়েছে নড়াইল পৌরবাসী। পানি নিষ্কাশনের কোন সুযোগ না রেখেই গড়ে উঠছে একের পর স্থাপনা। তাছাড়া রেল লাইনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বালু ভরাটসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনায় বছরের প্রায় অর্ধেক সময় ডুবে থাকে জলাবদ্ধতায়। তবে, নতুন প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
নিয়ম-নীতি না মেনে অপরিকল্পিতভাবে প্রতিবছরই নড়াইল পৌরসভায় গড়ে উঠছে বিভিন্ন স্থাপনা। অধিকাংশ এলাকায় পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় নিচু এলাকায় বর্ষাকালে ৪/৫ মাস জুড়ে পানিবন্দি থাকতে হয়। পৌরসভার মহিষখোলা, বরাশুলা, ভাটিয়া, ভওয়াখালী, কুড়িগ্রাম, বাহিরডাঙ্গা, আলাদাতপুর, গো-চর, দূর্গাপুর, নয়নপুরসহ বিভিন্ন এলাকার অন্তত ৪ শতাধিক পরিবার এখন পানিবন্দি। বাসাবাড়িতে পানি উঠে জীবনযাত্রায় নেমে এসেছে দুর্বিসহ যন্ত্রণা।
বর্ষা মৌসুমে পৌরসভার অধিকাংশ এলাকা বন্যাদূর্গত এলাকায় পরিণত হয়। এসময় স্কুল-কলেজে শিক্ষার্থীদের যেমন দুর্ভোগ বাড়ে, তেমনি উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরা। দুর্ভোগ আর কষ্টে কাটে শিশু কিশোরদের জীবযাত্রাও।
এসব এলাকার বাসার মালিকরা পড়েছেন বিপাকে। অধিকাংশ বাসার ভাড়াটিয়ারা বাসা ছেড়ে চলে যাচ্ছেন।
তবে আগামী বছর নতুন প্রকল্পের মাধ্যমে ড্রেন নির্মাণ করে জলাবদ্ধতা নিরসন করা হবে বলে জানান পৌর মেয়র।
নড়াইল পৌরসভায় বর্তমানে ড্রেন রয়েছে মাত্র ৩ কিলোমিটার। জলাবদ্ধতা নিরসনে নতুন করে ৫৫ কিলোমিটার ড্রেন নির্মাণের প্রয়োজন বলে জানায় পৌর কর্তৃপক্ষ।