অপচয়সহ অতিরিক্ত ব্যবহারের কারণে পানির স্তর দ্রুত নিচে নামছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
পানির অপচয় রোধে সতর্ক থাকতে সবার প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, অপচয়সহ অতিরিক্ত ব্যবহারের কারণে পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে।
পানি ব্যবহারে সতর্ক না হলে শুধু দেশেই নয়, বিশ্বের কোটি কোটি মানুষ পানি সংকটে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে- বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি দারা জনসন উপস্থিত ছিলেন।
















