অনেকেই জাতীয়-আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত: নৌপরিবহনমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
দ্রুত উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে অনেকেই জাতীয়-আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
কোনো ষড়যন্ত্রই দেশের অর্থনৈতিক নীতিকে দাবিয়ে রাখতে পারবে না বলে মত দেন মন্ত্রী।
সকালে দিনাজপুরের বিরল উপজেলার ফরকাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২৪তম অর্থনীতির দেশে পরিণত হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিরল উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরমেয়র সবুজ আর সিদ্দিক সাগরসহ আরো অনেকে।
























