অনেক দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও বাংলাদেশ তা এড়াতে পেরেছে: প্রধানমন্ত্রী
																
								
							
                                - আপডেট সময় : ০৭:৩০:০০ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
 - / ১৫৮৭ বার পড়া হয়েছে
 
করোনা পরিস্থিতির মধ্যে বিশ্বের অনেক দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও বাংলাদেশ তা অনেকটাই এড়াতে পেরেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনাকালে মানুষের জীবন ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার বিশেষ পদক্ষেপ নেয়ার ফলে দেশে করোনাভাইরাস মোকাবিলাসহ অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে।
সকালে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির এমপি রওশন আরা মান্নানের প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। এদিন প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন যে ধরনের অর্থনৈতিক বিকাশের মধ্য দিয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকলে ২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতি। ২০২০ সালের সূচক অনুযায়ী বাংলাদেশ এখন বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ। আওয়ামী লীগের সংসদ সদস্য কাজিমউদ্দীনের অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, করোনাকালে মানুষের জীবন ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার বিশেষ পদক্ষেপ নেয়ায় অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। ভারত থেকে তিন কোটি ডোজ করোনা ভ্যাকসিন সংগ্রহের কাজ চলমান রয়েছে। শিগগিরই এই ভ্যাকসিন দেয়া হবে বলেও জানান তিনি।
																			
																		














