অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে ১১ জুন থেকে মাঠে ফিরবে স্প্যানিশ লা-লিগা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে ১১ জুন থেকে মাঠে ফিরবে স্প্যানিশ লা-লিগা। এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন লিগ প্রেসিডেন্ট হেভিয়ের তেভেস।
দীর্ঘ সময় পর শুরু হলেও বিরতিহীন ৩২ দিন ধরে চলবে খেলা। এছাড়া ম্যাচের সংখ্যা কমানো হবে না বলেও জানিয়েছেন লা লিগার প্রেসিডেন্ট। চলতি মৌসুমে বাকি থাকা ৯২টি ম্যাচই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। রিয়াল বেটিস ও সেভিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে লা লিগার লড়াই। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে গেলো ১২ মার্চ স্থগিত হয় লা-লিগার চলতি মৌসুম। সে পর্যন্ত অনুষ্ঠিত হয় ২৭টি করে ম্যাচ। এ অবস্থায় ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। আর সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রিয়াল মাদ্রিদ। এদিকে, লা-লিগার পরবর্তী আসর শুরুর তারিখও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ১২ সেপ্টেম্বর শুরু হবে নতুন মৌসুম।