অনেক অন্যায়, নির্যাতন, জুলুম করেছে আ’লীগের অবৈধ সরকার : দুলু
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
- / ১৯০৮ বার পড়া হয়েছে
বিএনপির কেন্ত্রীয় স্থায়ী কমিটির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত সাড়ে ১৫ বছরে অনেক অন্যায়, নির্যাতন, জুলুম করেছে আওয়ামী লীগের অবৈধ সরকার।
মঙ্গলবার নাটোর শহরের তেবাড়িয়া হাট এলাকায় আব্দুল মোতালেব হোসেন দুলাল ব্যাপারীর প্রথম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, এখনও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাদের সব ষড়যন্ত্র প্রতিহত করতে দেশের মানুষের ঐক্যবদ্ধ থাকতে হবে। যেন আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা মাথা চাড়া দিয়ে না উঠতে পারে।














