অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সদস্যদের শিক্ষার ভার সরকারকে নেওয়ার দাবি

- আপডেট সময় : ০৭:২১:২১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্যদের শিক্ষার ভার সরকারকে নেওয়ার দাবি জানিয়েছেন গণফোরামের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। একইসঙ্গে তাদের নামে প্লট বরাদ্দের দাবি জানান তিনি।
বিকেলে সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সুলতান মনসুর বলেন, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সদস্যরা যতদিন পড়শোনা করবে ততদিন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে সেই অর্থ যেন রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হয়। এ সময় তিনি খেলোয়াড়দের প্লট বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে বলেন, যারা আমাদের জন্য সম্মান বয়ে এনেছে, সরকারের পক্ষ থেকে তাদের প্লট বরাদ্দ দেওয়া হোক। এছাড়াও বিশ্বকাপ জয়ী যুবাদের সংবর্ধনা দেওয়ার দাবি জানান সংসদ সদস্যরা। আর ব্যাংকের খেলাপি ঋণ প্রতিরোধের ব্যাংক কমিশন গঠনের দাবি জানান রাশেদ খান মেনন। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষে নোবেল পুরস্কারের মতো বঙ্গবন্ধু পুরস্কার চালু করার দাবি জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।