অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ

- আপডেট সময় : ০৮:২৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডাকে ৮ উইকেটে হারিছে বাংলাদেশ যুবারা।
সেন্ট কিটসে টস জিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নামে কানাডা। বাংলাদেশি বোলারদের বোলিং তোপে ৪৫ ওভারে ১৩৬ রানেই গুটিয়ে যায় তারা। বাংলাদেশের পক্ষে রিপন মন্ডল ও মেহেরাব হোসেন অহীন নেন সমান ৪টি করে উইকেট। বাকি দুটি নেন আশিকুর জামান। ১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১৯ বল হাতে রেখেই মাত্র ২ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। ইফতেখার হোসেন ইফতির অর্ধশত ও প্রান্তিক নওরোজ নাবিলের ৩৩ রানের ইনিংসের সুবাদে এই জয়। ফলে পরের রাউন্ডের আশা বেঁচে রইলো বাংলাদেশ যুবাদের। বর্তমান চ্যাম্পিয়নের খেতাব নিয়ে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে শুরুতেই হোঁচট খায় টিম টাইগার।