অনুমোদনহীন অনলাইনে সংবাদ ও অনুষ্ঠান প্রচারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৬৩২ বার পড়া হয়েছে
আইপিটিভি, ইউটিউব ও অনুমোদনহীন অনলাইনে সংবাদ ও অনুষ্ঠান প্রচারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে সচিবালয়ে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স.. অ্যাটকো’র সাথে আলোচনা শেষে এ কাথা বলেন তিনি। সভায় টেলিভিশন মালিক সমিতি– আইপিটিভি, ইউটিউব ও অনুমোদনহীন অনলাইনে সংবাদ ও অনুষ্ঠান প্রচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান। অবৈধভাবে কোনো মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচারের সুযোগ বলে জানান মন্ত্রী। তিনি বলেন প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই নিবন্ধন করতে হবে। হাছান মাহমুদ বলেন, সম্প্রচার নীতিমালা অনুযায়ী মাধ্যমগুলোকে চলতে হবে। এ ব্যাপারে জেলা প্রশাসকদের কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানান তিনি।