অনুমোদন ছাড়াই গড়ে উঠছে বেসরকারি হাসপাতাল

- আপডেট সময় : ১২:০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৮১ বার পড়া হয়েছে
অনুমোদন ছাড়াই সাতক্ষীরায় একের পর এক গড়ে উঠছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সিভিল সার্জন জানান, সাত উপজেলায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে প্রায় ৩ শতাধিক। এর মধ্যে নিবন্ধিত ১২৫টি। এর বাইরেও দেড়শতাধিক অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে চলছে প্রশাসনিক অভিযান।
জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালের সামনে ও আশে-পাশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এসব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার।
অবৈধ এসব ক্লিনিকে বিভিন্ন রোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম দিয়ে সাইনবোর্ড টাঙানো থাকলেও নিয়মিত রোগী দেখেন না তারা। প্রশিক্ষিত চিকিৎসকের ব্যানারে চিকিৎসা দিচ্ছে অপ্রশিক্ষিত ইন্টার্নি ও ভূয়া চিকিৎসক। তারা নানা চিকিৎসার পাশাপাশি করা হচ্ছে বড় ধরনের অপারেশন। ফলে অহরহ ঘটছে দুর্ঘটনা।
চিকিৎসার নামে রোগী ও স্বজনদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের পাশাপশি অবৈধ ক্লিনিক বন্ধে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার দাবি সুশীল সমাজের।
অবৈধ ক্লিনিক নিয়ে দায়সারা বক্তব্য দিয়েছেন সিভিল সার্জন আর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সরকারি ভাবে কোন পদক্ষেপ না থাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে অবৈধ ক্লিনিকের সংখ্যা। স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অবৈধ ক্লিনিকের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।