অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রেখেছে চট্টগ্রামের জাহাজ ভাঙ্গা শিল্পের শ্রমিকরা

- আপডেট সময় : ১২:১৩:২২ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রেখেছে চট্টগ্রামের জাহাজ ভাঙ্গা শিল্পের শ্রমিকরা। মঙ্গলবার জরুরী বৈঠক ডেকে এই সিদ্ধান্ত জানায় সংগঠন বিএসবিআরএ। এই শিল্প মালিকদের লাঞ্ছিতের প্রতিবাদে এই ধর্মঘট।
সংগঠনটির দাবি মঙ্গলবার বিকেলে কোন ধরনের নোটিশ ছাড়ায় ৪টি শিপ ব্রেকিং ইয়ার্ডে একযোগে অভিযান চালায় চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনের তিনটি আলাদা টিম। রাত ১০টা পর্যন্ত চলমান এই অভিযানে ইয়ার্ড চারটির অফিস তছনছ করার পাশাপাশি কম্পিউটারসহ সব ডকুমেন্ট জব্দ করে নিয়ে যায় তারা। এসময় ওই সব ইয়ার্ডের মালিকরা অভিযানের কারণ জানতে চাইলে তাদের সঙ্গে চরম অসৌজন্যমুলক আচরণ করা হয়েছে বলেও অভিযোগ মালিকদের। প্রতিবাদে রাতেই জরুরি বৈঠকে শিপ ব্রেকিং ইয়ার্ডের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিএসবিআরএ। ধর্মঘট দীর্ঘ হলে রডের বাজারসহ নির্মাণ সামগ্রীর বাজারে আরেক দফা অস্থিরতা তৈরির আশংকা করছেন সংশ্লিষ্টরা।