অনলাইনে জুয়া, সিন্ডিকেটের ৬ সদস্য আটক

- আপডেট সময় : ০৭:২৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
লাইভ স্ট্রিমিং আড্ডার নামে অনলাইনে নতুন জুয়ায় আসক্ত হচ্ছে তরুণ প্রজন্ম। লক্ষাধিক তরুণ-তরুণীকে জুয়ায় আসক্ত করে দেশ থেকে মোটা অংকের অর্থ বিদেশে পাচার করছে একটি সিন্ডিকেট। চক্রের ৬ সদস্যকে আটকের পর এমন চাঞ্চল্যকর তথ্য বের হয় বলে জানায় সিআইডি। যুব সমাজকে অনলাইন জুয়ায় উদ্বুদ্ধ করতে চলচ্চিত্রসহ বিভিন্ন জগতের তারকাদের ব্যবহার করা হচ্ছে বলেও জানায় সিআইডি।
নানা ব্যস্ততার ফাঁকে একটু বিনোদনের আশায় মাঝে মাঝে অনেকেই ঢু মারেন বিনোদনমূলক বিভিন্ন অ্যাপস-এ। স্ট্রিমকার নামের অ্যপাসটিও মানুষ ব্যবহার করে আনন্দের জন্য। অথচ এই অ্যাপসটিকেও জুয়ার আসরে পরিণত করেছে একটি চক্র। বৃহস্পতিবার সিআইডি নিজস্ব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানায়, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) মাধ্যমে স্ট্রিমকার ব্যাবহার করে তরুণ-তরুণীদের নিয়ে জুয়ার আসর বসায়। সেখানে বিদেশী একটি ব্যাংকের ভার্চুয়াল মুদ্রায় বেচা-কেনায় অংশ নেয় লক্ষাধীক বাংলাদেশী। এছাড়া হুন্ডির মাধ্যমে টাকাও লেন-দেন করে এ চক্র। এর মাধ্যমে বিপুল অংকের টাকা বিদেশ পাচার হয় বলে জানায় সিআইডি।
সিআইডি জানায়, বাংলাদেশী প্রতিনিধিরা নতুন সদস্য জুয়ায় টানতে দেশের বিভিন্ন সেক্টরে সফল, এমন তারকাদের অনলাইন আড্ডায় নিয়ে আসতো। বিনিময়ে তারকাদের মাসে ২০ থেকে এক লাখ টাকা পর্যন্ত সম্মানি দেয় প্রতারক চক্র। গ্রেফতারকৃত চক্রের এক সদস্যের ব্যাংক হিসেবে ১০ কোটি টাকা লেন-দেনের তথ্য পায় বলে জানায় সিআইডি।
যুব সমাজ এবং প্রবাসীদের অনলাইন জুয়ায়ী প্রতারকদের থেকে দুরে থাকার পরামর্শ দেন এ পুলিশ কর্মকর্তা।