অনন্য এক দৃষ্টান্ত স্থাপন ইতালিয়ান ক্লাব এ এস রোমার কোচ ও খেলোয়াড়দের

- আপডেট সময় : ০৮:৪৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
মহামারি করোনাভাইরাসের কারণে ফুটবল বন্ধ থাকায় আর্থিক ঘাটতি কমাতে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ইতালিয়ান ক্লাব এ এস রোমার কোচ ও খেলোয়াড়রা। স্বেচ্ছায় আগামী চার মাস বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
ক্লাবের নন-প্লেয়িং স্টাফদের বেতন-ভাতা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে রোমার কোচ-খেলোয়াড়রা। খেলা বন্ধ হওয়ার পর আর্থিক ভারসাম্য রক্ষা করতে নন-প্লেয়িং স্টাফদের বেতন ইতালিয়ান সরকারের সেফটি স্কিমের মাধ্যমে দেওয়া হচ্ছিল। খেলোয়াড়দের বেতন ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কারণে সরকারী সহায়তা ছাড়াই বেতন পরিশোধ করতে পারবে ক্লাবটি। রোববার এক বিবৃতিতে রোমা জানিয়েছে, করোনাভাইরাসের কারণে ক্লাবের আর্থিক সংকট নিরসনে প্রথম দলের সকল খেলোয়াড় এবং কোচ পাওলো ফনসেকা তাদের চার মাসের বেতন স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন। খেলোয়াড়দের স্বেচ্ছায় বেতন ছাড় দেওয়ায় দারুণ খুশি ক্লাবটির প্রধান নির্বাহী গুইদো ফিয়েঙ্গা। এর আগে চার মাসের বেতন ছাড় দিয়েছে সিরি আর জায়ান্ট ক্লাব জুভেন্টাসের খেলোয়াড় ও কোচ। এছাড়া ক্যালিয়ারি এবং পার্মার খেলোয়াড়রাও বেতনের নির্দিষ্ট অংশ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।