অতিরিক্ত ১১ লাখ রোহিঙ্গাদের বোঝা যোগ হয়ে বাংলাদেশে বাস্তচ্যুত সংখ্যা বেড়ে গেছে

- আপডেট সময় : ১২:১৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
অতিরিক্ত ১১ লাখ রোহিঙ্গাদের বোঝা যোগ হয়ে বাংলাদেশে বাস্তচ্যুত সংখ্যা বেড়ে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার স্কটিশ পার্লামেন্টে দেয়া ভাষণে বিশ্বকে জলবায়ু অভিবাসীদের দায়িত্ব ভাগ করে নিতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে এরই মধ্যে জলবায়ু-বাস্তুচ্যুত ৬০ লাখ মানুষ রয়েছে।
প্রধানমন্ত্রী স্কটিশ পার্লামেন্টে কমিটি কক্ষে ‘এ বাংলাদেশ ভিশন ফর গ্লোবাল ক্লাইমেট প্রসপারিটি’ শিরোনামে মূল বক্তব্য উপস্থাপন করেন। বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং সিভিএফ দূত সায়মা ওয়াজেদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন। স্কটিশ পার্লামেন্টে পৌঁছালে স্পিকার অ্যালিসন জনস্টোন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ভাষণে শেখ হাসিনা উল্লেখ করেন, জলবায়ুর জন্য কার্যকর ও পর্যাপ্ত অর্থায়ন হবে সমৃদ্ধি অর্জনের মূল চাবিকাঠি। এমসিপিপি ফলভাবে বাস্তবায়নের জন্য কিছু প্রস্তাবনা পেশ করেন তিনি। আরেকটি প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশগুলোকে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর বিশেষ মনোযোগ দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য উন্নয়নশীল দেশগুলোকে বছরে ১০০ বিলিয়ন ডলার প্রদানের ব্যাপারে তাদের অঙ্গীকার অবশ্যই পূরণ করতে হবে।